ফেইসবুক মেসেঞ্জার লাইট

0
1093
ফেইসবুক মেসেঞ্জার লাইট
ফেইসবুক মেসেঞ্জার লাইট

উন্নয়নশীল দেশের পাশাপাশি এখন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুরের মতো উন্নত দেশেও ব্যবহার করা যাবে ‘মেসেঞ্জার লাইট’। কম গতির ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ঠিক এক বছর আগে অ্যাপটি উন্মুক্ত করে ফেইসবুক।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য তৈরি মাত্র ১০ মেগাবাইটের অ্যাপটিতে বার্তা, ছবি ও লিংক বিনিময়ের পাশাপাশি মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ প্রায় সব সুবিধাই পাওয়া যায়। ফলে শতাধিক উন্নয়নশীল দেশের কম গতির ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি। ফেইসবুকের তথ্য মতে, উন্নত বিশ্বে বসবাসকারী শিক্ষার্থীরাসহ অনেকেই দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করে না। তাদের কথা মাথায় রেখেই উন্নত বিভিন্ন দেশে ‘মেসেঞ্জার লাইট’ অ্যাপ ব্যবহারের সুযোগ চালু করা হয়েছে। এর মাধ্যমে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।