ইতালির রাজধানী রোমে বিশ্বের ৭ম আশ্চর্য কোলসিয়ামের সামনে দেশে নিরাপদ সড়ক চাই ছাত্র আন্দোলনের সাথে একমত পোষণ করে মানববন্ধন করেছেন ইতালি প্রবাসী বিভিন্ন ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছাত্রছাত্রীরা বলেন, দেশের ১৭ কোটির মানুষের এ দাবি আদায়ে ছোট ভাই-বোনেরা রাজপথে নেমেছে। আমরা তাদের সাথে ঐক্যমত পোষণ করে রোমে প্রতিবাদ করছি। আমরা চাই, ছাত্রদের সকল শর্ত মেনে তা দ্রুত বাস্তবায়ন করা হোক।
দেশের নিরাপদ সড়ক ব্যবস্থা ও সকল ছাত্রের উজ্জ্বল ভবিষতের নিশ্চয়তার দাবি করেন মানববন্ধনকারীরা।
তারা বলেন, সকল দাবি অবিলম্বে বাস্তবায়ন করে কোমলমতি ছাত্রছাত্রীদের ঘরে ফিরিয়ে নেয়া হোক।