Home আজকের গরম খবর নারায়ণগঞ্জ এসোসিয়েশন জার্মানি রেজি: উদ্যোগে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ এসোসিয়েশন জার্মানি রেজি: উদ্যোগে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

0
নারায়ণগঞ্জ এসোসিয়েশন জার্মানি রেজি: উদ্যোগে  কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

গতকাল রোজ শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে একটি স্থানীয় মিলনায়তনে নারায়ণগঞ্জ এসোসিয়েশন জার্মানি রেজি: উদ্যোগে , নজরুল ইসলাম নজু এবং সামাদ মিয়ার উপস্থাপনায় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয় ।

উত্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নুরুউদ্দিন মিঠু মিনজু ।

সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন , সহ সভাপতি মোতালেব মিয়া,  সহ সভাপতি জনাব মান্নান হক , জনাব জালাল আহমেদ, জনাব হাবিব সরকার ,জনাব নাসির উদ্দিন ভুইয়া , জনাব লিপু ভুইয়া , জনাব আমানুল্লাহ, জনাব নাসির, জনাব আনিস, জনাব মনিরউদ্দিন , জনাব সোহ্রাব হোসেন , জনাব দেলোয়ার হোসেন জনটু,জনাব লিটন সরকার, জনাব মাহাবুবুল আলম, জনাব আরিফ হোসেন এবং জনাব কামাল আহমেদ।

বক্তারা তাদের চিন্তা, চেতনা এবং ভালোবাসার মাধ্যমে কিভাবে নারায়ণগঞ্জ এসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাবেন তা তুলে ধরেন । সভায়  এসোসিয়েশনের বিগত বছরের কার্যক্রম তুলে ধরা হয় এবং সেই সাথে সাম্নের বছরের কার্যক্রম কি হবে তা তুলে ধরেন ।