বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা এবং উদ্ভাবনের জন্য প্রয়োজন উচ্চগতির ইন্টারনেট সংযোগ। এ জন্য ৩৫টি বিশ্ববিদ্যালয়ে গঠন করা হয়েছে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (এইচইকিউইপি) অধীনে গঠন করা হয়েছে বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক (বিডিরেন) যার লক্ষ্য হলো এসব প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়া এবং এডুকেশন ও ম্যানেজমেন্ট কনটেন্ট ডেভেলপমেন্ট সেবা দেওয়া। এর মাধ্যমে বিভিন্ন উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গবেষণা ও উদ্ভাবনে আরও গতি সঞ্চার হবে। এইচইকিউইপি প্রকল্পের অ্যাকাডেমিক ইনোভেশন ফান্ডের (এআইএফ) মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনেও সহযোগিতা করা হয়ে থাকে। এখন পর্যন্ত এর মাধ্যমে তিনটি রাউন্ডে ৩০০টিরও বেশি সাব প্রজেক্টে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি টেকনোলজি ট্রান্সফার অফিস এবং ১০টি বিশ্ববিদ্যালয়-শিল্পপ্রতিষ্ঠান অংশিদারিত্বের মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনের বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে মূল ভিত্তি তৈরি করেছে। ৬১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তৈরিতেও গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে এই নেটওয়ার্ক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে এবং গবেষণা ও উদ্ভাবন ত্বরান্বিত করতে বিশ্ব ব্যাংকের সহায়তায় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে ২০০৯ সাল থেকে এই প্রকল্প পরিচালনা করছে সরকার।