দেশবাসিকে শান্ত থাকার অনুরোধ খালেদা জিয়ার
দেশবাসিকে শান্ত থাকার অনুরোধ খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেলা ৩টা ৫ মিনিটে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হয়েছে। এসময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জেল থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশবাসী শান্ত থাকুন।

অ্যাডভোকেট সানাউল্লাহ আরও বলেন, রায় ঘোষণার সময় বেগম জিয়ার বয়স ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়টি আদালত বিবেচনা করে রায় দিয়েছেন। আমরা রায়ের কপি হাতে পাওয়া মাত্রই আপিল করবো।