Home আজকের গরম খবর ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হচ্ছেন শাফিন আহমেদ

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হচ্ছেন শাফিন আহমেদ

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ।

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলের প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন।

তবে নির্বাচন কমিশনে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের কোনো রেজিস্ট্রেশন না থাকায় মেয়র পদের দৌঁড়ে শাফিনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়তে হবে।

ববি হাজ্জাজ একসময় জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ছিলেন। তিনি ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে। ২০১৫ সালের ২২ মার্চ এরশাদ ববিকে উপদেষ্টার পদ থেকে বরখাস্ত করেন। পরে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট নামে রাজনৈতিক দল গঠন করেন তিনি।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ ১ ডিসেম্বর থেকে শূন্য ঘোষণা করা হয়। আগামী মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।