যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন।
শনিবার ৬৮ তলা ভবনটির ৫০ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
অ্যাপার্টমেন্টটি থেকে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের চার কর্মী সামান্য আহত হন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পর তাদের প্রায় ২০০ কর্মী ট্রাম্প টাওয়ারে ছুটে যান।
বহুতল ভবনটির আগুন নিয়ন্ত্রণে কঠিন ছিল বলে এক টুইটে জানান ফায়ার সার্ভিস কমিশনার ড্যানিয়েল নিগ্রো।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন ছিল। ভেবে দেখুন, অনেক বড় ভবনটির ৫০ তলার ওপরে ছিলাম আমরা। ভবনটির অন্য অংশেও প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।
এদিকে আগুন নেভানোর পর এক টুইটবার্তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
এ ভবনটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি অফিস ও ব্যক্তিগত বাসা রয়েছে। ঘটনার সময় ট্রাম্প বা তার পরিবারের কেউ ভবনটিতে ছিল না।
উল্লেখ্য, গত জানুয়ারিতেও ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ড হয়েছে। ওই সময় ভবনটির একেবারে ওপর তলায় লাগা ওই আগুনে তিনজন আহত হয়েছিলেন।
ভবনটিতে ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সদর দফতর অবস্থিত। আর ৬৬ তলায় তার বিখ্যাত পেন্ট হাউস। ট্রাম্প টাওয়ারে বহু অ্যাপার্টমেন্ট, অফিস ও দোকান রয়েছে।