ট্রাম্পের ‘ফায়ার অ্যান্ড ফিউরি’র অপেক্ষায় ১৪ লাখ পাঠক

0
385
ট্রাম্পের 'ফায়ার অ্যান্ড ফিউরি'র অপেক্ষায় ১৪ লাখ পাঠক
ট্রাম্পের 'ফায়ার অ্যান্ড ফিউরি'র অপেক্ষায় ১৪ লাখ পাঠক

এতদিন এমন দৃশ্য শুধু হ্যারি পটারের মতো জনপ্রিয় লেখকদের বইতেই দেখা গিয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর লেখা বইটি যেন সেসব বইয়ের রেকর্ডও ছাড়িয়ে যাবে।

শুধু বইয়ের জগতে নয়, যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও ঝড় তুলেছে মাইকেল উলফের নতুন বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’।

বইটি বাজারে আসার দিনই প্রকাশিত দেড় লাখ কপির সব বিক্রি হয়ে গেছে। তবে যারা আগে কিনতে পারেননি, তারা এবার অনলাইনে বুকিং দিচ্ছেন বইটির জন্য।

বইটির আগাম অর্ডার জমা পড়েছে ১৪ লাখের বেশি। এ ছাড়া বইটির কয়েক লাখ পিডিএফ ফাইল বিক্রি হয়েছে বলে নিউ ইয়র্ক ভিত্তিক প্রকাশনা সংস্থা হেনরি হল্ট অ্যান্ড কোম্পানি জানিয়েছে। অডিও বুক বিক্রি হয়েছে এক লাখের মতো।

ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা বহু বিতর্ক সৃষ্টি করেছে। মানুষও লুফে নিয়েছে।
বইটির প্রকাশনা ঠেকাতে ট্রাম্পের আইনি তৎপরতা কোনো কাজে দেয়নি। এতে বরং বইয়ের কাটতি আরো বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যেই ১১তম সংস্করণ ছাপানো হয়েছে। আরো বহু মানুষ বইটির জন্য অপেক্ষায় রয়েছে।

সূত্র : সিএনএন