Home আজকের গরম খবর টরন্টোয় ৭ম দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে

টরন্টোয় ৭ম দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে

0
টরন্টোয় ৭ম দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে
কানাডার টরন্টোতে চলছে সপ্তম দক্ষিণ এশিয় আন্তর্জাতিক চলচ্চিত্র ২০১৮। এ উৎসব গত ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মিশিসাগার লিভিং আর্ট সেন্টারে এটা চলবে ২১ মে পর্যন্ত। উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার প্রায় সবকটি দেশের চলচ্চিত্র অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক আনোয়ার আজাদ ইত্তেফাককে জানান, দক্ষিণ এশিয়ার ১৫০টি পূর্ণদৈর্ঘ ছবি ও দক্ষিণ এশিয়ার ১৬টি ভাষায় নির্মিত বিভিন্ন ইভেন্টের ছবি স্থান পাচ্ছে।
বাংলাদেশের দু’টি যথা মোস্তফা সারওয়ার ফারুকীর ডুব’, অরুণ চৌধুরীর ‘আলতাবানু’ আর কলকাতার ছ’টি বাংলা ছবি প্রদর্শিত হবে। কলকাতার ছবিগুলো হচ্ছে- অরিন্দম শীলের আবার শবর, কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণ, ইন্দ্রাসিস আচারিয়ার বিলু রাক্ষস, ধ্রুব ব্যানার্জীর গুপ্তধনের সন্ধানে এবং অতনু ঘোষের ময়ূরাক্ষী।