টরন্টোতে অবশেষে চালু হচ্ছে কনস্যুলার অফিস

0
352
টরন্টোতে অবশেষে চালু হচ্ছে কনস্যুলার অফিস

দীর্ঘপ্রতীক্ষার পর আগামী ১৭ ডিসেম্বর সোমবার থেকে কানাডার টরন্টোতে চালু হতে যাচ্ছে কনস্যুলার জেনারেলের কার্যালয়। টরন্টোস্থ ১৫০৫-২২৩৫ শেফার্ড এভিনিউ ইস্টের (শেফার্ড এভিনিউ এবং ভিক্টোরিয়া পার্ক ইন্টারসেকশন) এই কার্যালয় থেকে সব ধরনের সেবা প্রদান করা হবে।

প্রাথমিকভাবে এ কনস্যুলেট থেকে ভিসা, নো-ভিসা, সত্যায়িতকরণ, পাওয়ার অব অ্যাটর্নি, এনডোর্সমেন্ট, ভ্রমণ সংক্রান্ত এবং অভিবাসন সংক্রান্ত সার্ভিস দেয়া হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে পাসপোর্ট ও ভিসা এবং ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলে গত মাসে কস্যুলার জেনারেল কার্যালয় থেকে ইত্তেফাককে এই তথ্য জানান।

উল্লেখ্য, বিদেশে চালু হওয়া বালাদেশের অষ্টাদশ নতুন এই মিশন থেকে টরন্টো ছাড়াও অন্টারিও, সাচকাচোয়ান, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং ম্যানিটোবায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী এবং নাগরিকরা কনসুলার সেবার আওতায় আসবেন বলে জানানো হয়।