ভিডিও কনফারেন্স অ্যাপ জুমের ব্যবহার সীমিত করলো জার্মান সরকার

0
707
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য সুরক্ষা উদ্বেগের কারণে ভিডিও কনফারেন্সিং পরিষেবা জুমের ব্যবহারকে নিষিদ্ধ করেছে।

সারা জার্মানীতে করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ার পর প্রায় সব কোম্পানি গুলিতেই ভিডিও কনফারেন্সে আগের তুলনায় অনেক বেশী। তাই হটাত করেই  তুলনা মূলক সাশ্রয়ী এবং সহজ বাবহারবিধির কারণে জনপ্রিয় হয়ে উঠেছে জুমে নামের ভিডিও কনফারেন্স অ্যাপ ।

তবে গতকাল বুধবার , জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য সুরক্ষা উদ্বেগের কারণে ভিডিও কনফারেন্সিং পরিষেবা জুমের ব্যবহারকে সীমিত করেছে। তাদের মতে জুমে পর্যাপ্ত তথ্য সুরক্ষা নিশ্চিত করা হয়নি।