Home আজকের গরম খবর জার্মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম সাহাদত বার্ষিকী পালন ও ইফতার

জার্মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম সাহাদত বার্ষিকী পালন ও ইফতার

0
জার্মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম সাহাদত বার্ষিকী পালন ও ইফতার

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মান শাখার উদ্যোগে। এক আলোচনা সভা,দোয়া মাহফিল ও ইফতারির আয়োজন করা হয়, ফ্রাঙ্কফুর্ট শহরের সালবাউ ওবারআডের মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন জার্মান বি এন পি’র সভাপতি আলহাজ দেওয়ান শফিকুল ইসলাম এবং সভার সন্চালনায় ছিলেন জার্মান বি এন পি’র সাধারন সম্পাদক যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাসুদ রেজা।

বক্তাগণ বলেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি দূ:সময় দেশ ও জাতির পাশে এসে দাড়িয়েছেন অসীম সাহসীকতার সাথে।তিনি তার কর্মকান্ডের মাধ্যমে অর্জন করেছেন জনগণের ভালবাসা তাইত জিয়া জনপ্রিয় সৈনিক থেকে দ্রুত জনপ্রিয় রাজনৈতিক নেতায় রূপান্তরিত হন।শহীদ জিয়া দায়িত্বশীলতার সাথে দেশ ও জনগণের দায়িত্ব পালন করায় তার গঠিত দল বি এন পি জনগনের আশা আকাঙ্খার স্থল ও দায়িত্বশীল রাজনৈতিক দলে পরিণত হয়।জিয়া মনে করতেন সমাজে সচেতনতার প্রয়োজন জ্ঞানের শক্তি আদর্শের শক্তি,তাইত তিনি রাষ্ট্রের মেধাবী এবং উন্নত আদর্শের ব্যাক্তিদের নিয়ে স্বনির্ভর রাষ্ট্র গড়ার চ্যালেন্জ গ্রহন করেছিলেন।শহীদ জিয়ার সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে তারই প্রদর্শিত পথকে অনুসরন করে বাকশালের পেতাত্বা খুনীদের সকল ষড়যন্ত্রের বেড়াজাল অতিক্রম করে বাংলার নিপিড়ির নির্যাতিত সর্বস্তরের মানুষ আজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ব হয়েছে।

মুক্তিযুদ্বের চেতনা,স্বাধীনতা ও গনতন্ত্র হত্যাকারী অপশক্তি পাশ্ববতী রাষ্ট্রের সহযোগিতায় এবং প্ররোচনায় আবারও মাথাচারা দিয়ে উঠেছে।২০১৪ইং সালের ৫জানুয়ারী জনগণের ভোটাধিকার হরণ করে ভোটার বিহীন তথাকথিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার গঠন করে,বি,এন,পির নেতা কর্মীদের খুন গুম হত্যাকরে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে চাইছে নির্লজ্জ ভাবে।তাইত গনতন্ত্রের প্রতীত ইসলামী মূল্যবোধ বিস্বাসী জাতীয়তাবদী শক্তির ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফরমায়েসী আদেশে কারাগারে প্রেরন করছে।

আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদত বার্ষিকী আমাদের স্বাধীনতার ডাক ও গনতন্ত্রের কথা স্মরণ করিয়ে দেয়।স্বাধীনতা ও গনতন্ন্ত্র বিরোধী অপ-শক্তির সাথে কোন আপোষ না করে অকাতরে জীবন বিলিয়ে দিয়ে তিনি যে পথ আমাদের দেখিয়েছেন সে পথ ধরেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্বে প্রতিরোধ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।আসুন স্বাধীনতা,গনতন্ত্র ও ইসলামী মূল্যবোধ, মানবাধিকার সুরক্ষা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করি।শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা এবং দ্রুত কারামুক্তি,তারেক রহমানের সুস্থতা কামনা করে হাফেজ রিয়াজ আহমদের উপস্হাপনায় দোয়া করা হয়। অন্যআন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান ফিরুজ,মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চন্চল, জুয়েল খান, কাউসার শামীম,শাহাদত হোসেন সোহাগ ,মঞ্জু সরকার,সেলিম রেজা,দেলোয়ার হোসেন ঝন্টু,নিয়াজ হাবিব,আসিফ ইকবাল ভূইয়া,নিজাম উদ্দিন,রিয়াদ খন্দকার প্রমূখ।