Home আজকের গরম খবর জার্মানি করোনা ভাইরাস পরিস্থিতিকে ইইউর ইতিহাসের বৃহত্তম পরীক্ষা হিসাবে অভিহিত করেছে

জার্মানি করোনা ভাইরাস পরিস্থিতিকে ইইউর ইতিহাসের বৃহত্তম পরীক্ষা হিসাবে অভিহিত করেছে

0
জার্মানি করোনা ভাইরাস পরিস্থিতিকে ইইউর ইতিহাসের বৃহত্তম পরীক্ষা হিসাবে অভিহিত করেছে

জার্মান সরকার গতকাল সোমবার বলেছে যে, সাধারন জনজীবনের উপর যে নিষেধাজ্ঞার বহাল আছে তা কবে নাগাদ তুলে নেয়া হবে তার তারা এখনো ঠিক করতে পারেনি (বর্তমানে ১৯ এপ্রিল পর্যন্ত জনজীবনে নিষেধাজ্ঞা জারি রয়েছে )।

চেন্সেলর এঙ্গেলা মার্কেল বলেন ” বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেয়ার তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলে মনে করেন। আমরা যদি এখন কোন তারিখ ঘোষণা করি তাহলে আমরা খারাপ সরকার হিসেবে বিবেচিৎ হবো। ”