জার্মানীতে সামাজিক দুরুত্বের নিয়মগুলো ধীরে ধীরে শিথিল করার কাজ চলছে তবে তার সাথে আসছে কিছু শক্ত নিয়মও। যেমন করোনাকে নিয়ন্ত্রণে অনেক প্রদেশেই মাস্ক বাধ্যতা মূলক করেছে তার সাথে কোথাও কোথাও না মানলে গুনতে হবে মোটা অংকের জরিমানা।
নিম্নের তারিখ সহ প্রদেশের নাম দেওয়া হল কোথায় কবে থেকে ফেস মাস্ক বাধ্যতা মূলক :
- Baden-Württemberg (valid from April 27th)
- Bavaria (valid from April 27th)
- Berlin (valid from April 27th)
- Brandenburg (valid from April 27th)
- Bremen (valid from April 27th)
- Hamburg (valid from April 27th)
- Hesse (valid from April 27th)
- Mecklenburg-Vorpommern (valid from April 27th)
- Lower Saxony (valid from April 27th)
- North Rhine-Westphalia (valid from April 27th)
- Rhineland-Palatinate (valid from April 27th)
- Saarland (valid from April 27th)
- Saxony (valid since April 20th)
- Saxony-Anhalt (valid from April 23rd)
- Schleswig-Holstein (valid from April 29th)
- Thuringia (valid from April 24th)
Baden-Württemberg : এই প্রদেশে বাজার, শপিংমল এবং পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক এবং এটি নিয়ন্ত্রণে পুলিশ নিয়োজিত থাকবে। প্রাথমিক অবস্থায় সাবধান করা হবে এবং তা না মানলে জরিমানা করা হবে এমনটাই জানিয়েছেন Baden-Württemberg প্রশাসন।
Bavaria : এই প্রদেশেও বাজার, শপিংমল এবং পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে না মানলে সরাসরি ১৫০ ইউরো জরিমানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা ৫০০০ ইউরো পর্যন্ত হতে পারে।
Berlin: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Brandenburg: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Bremen: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Hamburg: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Hesse: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক এবং একের অধিকবার না মানলে ৫০ ইউরো জরিমানা।
Mecklenburg-Western Pomerania: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে না মানলে সরাসরি ২৫ ইউরো জরিমানা।
Lower Saxony: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
North Rhine-Westphalia: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Rhineland-Palatinate: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Saxony: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Saxony-Anhalt: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Saarland: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Schleswig-Holstein: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
Thuringia: পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতা মূলক তবে কোন জরিমানা এর ঘোষণা আসেনি।
আমাদের এই ধররে পোস্ট আপনাদের কেমন লাগছে ? আমাদের জানাতে পারেন সরাসরি ফেসবুক মেসেঞ্জারে।
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার এই শেয়ার বাড়াতে পারে অন্যের সচেতনতা।