Home আজকের গরম খবর গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

0
গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

ফিলিস্তিনের গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, শনিবার গাজায় হামাসের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় হতাহতের পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি।

শনিবার টানা দ্বিতীয় দিনের মতো গাজায় বিমান হামলা চালানো হয়। এর আগে শুক্রবার হামাসের একটি অবস্থানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

ইসরায়েলের দাবি, গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলে। এরপর সেই সূত্রে তারা বিমান হামলা চালিয়েছে। শুক্রবার যেখানে হামলা চালানো হয়েছে সেটি ছিল হামাসের একটি পর্যবেক্ষণ কেন্দ্র বলে ইসরায়েলের দাবি।

গাজার নাগরিকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলার কারণে তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইসরায়েলি বিমান থেকে তাদের এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।