খাশোগি হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোগান

0
288
খাশোগি হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোগান
খাশোগি হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোগান

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপএরদোগান। এসময় তিনি আমেরিকার কড়া সমালোচনা করেন। খবর আল-জাজিরা’র।

খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের বিরুদ্ধে কোন কঠিন অবস্থান না নেওয়ায় আমেরিকাকে এক হাত নেন এরদোগান। এরদোগান বলেন, এমন একটা বর্বরোচিত হত্যাকাণ্ডে আমেরিকার নিশ্চুপ থাকার কারণ আমি বুঝি না, যেখানে সিআইএ পর্যন্ত খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনেছে।

রবিবার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এরদোগান।

তিনি আরো বলেন, এমন হত্যাকাণ্ড সাধারণ কোন ঘটনা না। আমরা এমন নৃশংস হত্যাকাণ্ডের সকল রহস্য পরিষ্কার করতে চাই।

সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, খাশোগি হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিল ২২ জন । এর মধ্যে ১৫ জন ব্যক্তি ২টি প্লেনে করে ইস্তাবুলে আসেন এবং হত্যাকাণ্ডের দিন কনস্যুলেটের ভিতরে প্রবেশ করে।

গত বছরে তুরস্কের সৌদি কনস্যুলেটের ভিতরে খুন হন সাংবাদিক জামাল খাশোগি।