দ্রুত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল রবিবার জার্মানির ফ্রাংকফুট শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মান শাখা। ভয়াবহ তুষারপাত আর হাড় হিম করা শীতের মধ্যে বরফ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জার্মান বিএনপির সভাপতি দেওয়ান সফিকুল ইসলামের নেতৃত্ব সর্বস্তরের নেতা কর্মীরা রাস্তায় দাড়িয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জার্মান বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজার পরিচালনায় নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার আগামী নির্বাচনে নীলনকশা বাস্তবায়ন করতে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছে। পরিকল্পিতভাবে তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখতে চায় সরকার। তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে চায়। এই উদ্দেশ্য নিয়েই ক্ষমতাসীনরা মামলাগুলো সাজাচ্ছে। তবে সরকার শেষ পর্যন্ত সফল হবে না।
মাসুদ রেজা বলেন, দেশ ও খালেদা জিয়া, গণতন্ত্র এবং খালেদা জিয়া- এ দুটি আজ একাকার হয়ে গেছে। তাই নেত্রীকে আমাদের সব শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে মুক্ত করে আনতে হবে। আসুন তার মুক্তির দাবিতে আমরা সোচ্চার হই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোজান্মেল হক, আমজাদ হোসেন, আবু করিম, সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, সেলিম রেজা, শাখাওয়াত হোসেন সোহাগ, কাউসার শামীম, মন্জুর সরকার, কালাম চৌধুরী, দেলোয়ার হোসেন ঝন্টু, নিজাম উদ্দিন, আসিফ ইকবাল ভূইয়া, জাহিদ হোসেন শ্যামল, এমদাদ হোসেন, নিয়াজ হাবিব, হায়াতুন্নবী রুমেল প্রমূখ।