দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে জার্মান বি এন পি এর সাক্ষাত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে জার্মান বি এন পি এর সাক্ষাত

আজ ৯ই জানুয়ারি রোজ মঙ্গলবার রাত ৮ ঘটিকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জার্মান বি এন পি এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন তার গুলশান অফিসে । জার্মান বি এন পি এর সাধারণ সম্পাদক মাসুদ রেজার নেতৃত্বে প্রাণ প্রিয় দেশনেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান । বেগম খালেদা জিয়া জার্মান বি এন পির সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম সহ সকল নেতা কর্মীদের কুসলাদি জিজ্ঞেস করেন । দলকে ঘিরে জার্মান বি এন পির “ই বি এম সেমিনার” , “বাংলাদেশ ব্যাংক হ্যাকিং এর রহস্য উন্মচন” সহ  সকল কার্যক্রমের প্রশংসা করেন । ভবিষ্যতেও জার্মান বি এন পির এই ধরনের চেলেঞ্জিং কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা বেক্ত করেন ।