করোনা মহামারীর প্রথম ধাপ অতিক্রম করলো জার্মানী – এঙ্গেলা মার্কেল

0
822

গতকাল বুধবার চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল লকডাউন ও সামাজিক দূরত্বকে আরও শিথিল করার ঘোষণা দেওয়ার সাথে সাথে জার্মানি করোনাভাইরাস মহামারীর হাত থেকে উঠে এসেছে বলে জানিয়েছেন।

জার্মানি এখন এমন এক পর্যায়ে রয়েছে যেখানে “আমরা বলতে পারি যে আমরা ভাইরাসের বিস্তার কমিয়ে আনার লক্ষ্যে পৌঁছেছি,” । তবে তিনি আরও যোগ করেছেন যে এখনও একটি “দীর্ঘ সংগ্রাম” সামনে রয়ে গেছে |

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে জার্মানিতে এখন পর্যন্ত (বুধবার 6th মে পর্যন্ত) মোট ১৬৭০০০  করোন ভাইরাস সংক্রমণ হয়েছে, প্রায় ৬৯৯০ জন মারা গেছেন। মোট ১৩৫,২০০ জন সুস্থ হয়েছে বলে জানা গেছে।

সামাজিক দুরুত্ব কিছুটা শিথিল করলেও পাবলিক প্লেসে ১.৫ মিটার দুরুত্ব বজায় এবং মাস্ক পরিধান করতে হবে |

সামাজিক দুরুত্বের বিধান মেনে সকল দোকানপাট পুনরায় খোলা হবে |

শিক্ষাপ্রতিষ্ঠান গুলো গ্রীষ্মের ছুটি পর্যন্ত বন্ধ থাকবে |

( আপডেট চলবে ….)