Home আজকের গরম খবর করোনা ভেক্সিনেটেড জার্মানিতে বসবাসকারিদের জন্য নেই কোন লকডাউন

করোনা ভেক্সিনেটেড জার্মানিতে বসবাসকারিদের জন্য নেই কোন লকডাউন

0
করোনা ভেক্সিনেটেড জার্মানিতে বসবাসকারিদের জন্য নেই কোন লকডাউন

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী  গতকাল শুক্রবার এমনটাই বলেছেন ঃ  কোভিডের বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছে তাদের আর পুরো লকডাউনে যেতে হবে না এবং যারা এখনো টীকা নেয়নি তাদের চেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করতে পারবে ভেক্সিনেটেডরা।

জার্মানি বর্তমানে সংক্রমণের সংখ্যা খুব কম এবং তাই বেশিরভাগ নিয়মই শিথিল করা হয়েছে, তবে গ্রীষ্ম কালিন ছুটি আর ভ্রমণের কারণ এবং সংক্রামক ডেল্টা এর কারণে সংক্রামণ আবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।