কম সময়ে জার্মান শিখার উপায় !!!!
কম সময়ে জার্মান শিখার উপায় !!!!

কোন কিছু করার বা শিখার আগে যদি জানা যায় কেন সেটা শেখবো আর কি লাভ হবে শিখলে অথবা করলে ? তাহলে সেই জিনিশ শিখা বা করার আগ্রহ অনেক গুনে ভেরে যায়।

 

আসুন দেখি জার্মান কেন শিখব আমরা  ।

১। জার্মান ভাষাভাষীদের সাথে কথা বলতে পারবো

২। জার্মান কোম্পানিতে জব পেতে জার্মান ভাষা সহযোগিতা করবে

৩। জার্মান ভাষা জার্মান সমাজ ব্যবস্থার বিতর দিকে প্রবেশ করতে সাহায্য করবে

 

এত সব ভাষা বাদ দিয়ে জার্মান ভাষা কেন ?

১ । জার্মানি বিশ্বের অন্যতম ইকোনোমিকেলি শক্তিশালী দেশ

২। জার্মানি হচ্ছে ইউরোপের হৃদয়

৩। জার্মান ভাষাভাষী লোকসংখ্যা ও কম নয়

এখন আসি তারাতারি জার্মান কিভাবে শিখবো ।

১ আপনার বাসাকে মিনি জার্মানি বানিয়ে ফেলুন

২ বেশি বেশি জার্মান টিভি দেখুন

৩ প্রতিদিন খুজে পাওয়া নতুন শব্দের লিস্ট তৈরি করুন এবং শিখে ফেলুন

৪ একজন জার্মানিকে বন্ধু বানান আর তার সাথে নিয়মিত কথা বলুন

৫ শিশুদের গুল্পের বই পড়ুন

এইগুলো ছিল আসলে শর্টখাট কিছু টিপস যা আপনার জার্মান ভাষা তারাতারি শিখতে সাহায্য করবে ।