শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সংখ্যার বিচারে গত শিক্ষাবর্ষের চেয়ে এ বছর বইয়ের সংখ্যা কম। তবে আমাদের শিক্ষার্থী কিন্তু কমেনি।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বই বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী নতুন বছরে বিতরণযোগ্য বইয়ের সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা তুলে ধরেন।
তিনি বলেন, এবার আমরা ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই বিতরণ করব। এসব বই এরই মধ্যে স্কুলে স্কুলে পৌঁছে গেছে। কারও ভাবনার কোনও কারণ নেই। সবাই ১ জানুয়ারি নতুন বই পাবে।
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৬০ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ২৯০টি বই বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রী জানান, এবার বাংলা ও ইংরেজি ভার্সন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই ছাপানো হয়েছে।