এক সপ্তাহের মধ্যে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তারের দাবি

0
347
এক সপ্তাহের মধ্যে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তারের দাবি

নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে প্রকাশ্যে চরিত্রহীন বলায় এক সপ্তাহের মধ্যে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন গৌরব ৭১। গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে গৌরব ৭১ সংগঠনের সাধারণ সম্পাদক এফ এম শাহীন, আওয়ামী যুব মহিলা লীগের সহসভাপতি কুহেলী কুদ্দুস মুক্তি, অভিনেত্রী রোকেয়া প্রাচী, মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, কবি ও সাংবাদিক অসীম সাহা, মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ব্যারিস্টার মইনুলের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে হয় বিক্ষোভ মিছিল।

এফ এম শাহীন বলেন, টক শোতে ব্যারিস্টার মইনুল এক নারী সাংবাদিককে অপমান করেছেন। এই অপরাধের জন্য তাঁকে এক সপ্তাহের মধ্যে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করতে হবে।