প্রতি বছর এর মত এবারও ১৯শে জুলাই ২০১৫ ইং তারিখে জার্মানীর মানহাইম শহরে উদযাপিত হয়ে গেল প্রবাসী বাঙ্গালীদের এক মনোরম ঈদ মিলন মেলা।জার্মানীর কম্পিউটার টেক মার্কেট এবং স্মার্টফোন রিপায়ারিং এর অন্যতম পরিচিত নাম সি.এল.এস. কম্পিউটার (CLS Computer) গত কয়েক বছর ধরেই এই বর্ণীল ঈদ আনন্দমেলার আয়োজন করে আসছে। সি.এল.এস. কম্পিউটার এর গর্বিত কর্ণধার, একজন প্রকৃত দেশ প্রেমিক, একজন সুস্থ ধারার সাংস্কৃতিক মনা মানুষ, নিবেদিত প্রান জনাব দেওয়ান শফিকুল ইসলাম (Dewan Shofikul Islam) গত কয়েক বছর যাবত এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে আসছেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে তা বাস্তবায়ন করে যাচ্ছেন।
অনুষ্ঠানের শুরুর দিকে কিছুটা বিরূপ আবহাওয়ার প্রভাব থাকলেও ঈদ আনন্দ উদযাপনে কোন কমতি ছিলনা। সারাদিন ব্যাপী মুখরোচক খাবার দিয়ে ভুঁড়ি ভোজ, গল্প অার আড্ডার মাধ্যমে মুখরিত ছিল সি.এল.এস. এর প্রাঙ্গন। অনুষ্ঠানে মানহাইমে বসবাসরত বাঙ্গালীদের সাথে ফ্রাঙ্কফুর্ট এবং লুদ্ভিগসহাফেন শহরের জার্মান প্রবাসীরাও যোগ দেন।
প্রবাসীদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে অতি উৎসাহ এবং উদ্দিপনা নিয়ে স্থানিয় কিছু জার্মান পরিবারের উপস্থিতিও ছিল লক্ষণীয়। তারা সবাই প্রবাসী বাঙ্গালীদের মিত্র হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়। সব মিলিয়ে এই ঈদ মিলন মেলা ছিল প্রবাসী বাঙ্গালীদের জন্য এক মনোরম আনন্দময় দিন। প্রবাসে থেকেও দেশের ঈদ আমেজ কে একটু উপলব্ধি করার এই ছোট্ট প্রচেষ্টা ছিল সবার মাঝে।
উক্ত অনুষ্ঠানে স্বশরিরে উপস্থিত ছিলেন আমাদের জার্মান বাংলা ডট কম (GermanBangla.com) এর সি.ই.ও. একামত্র নক্ষত্র, কেন্দ্রিয় চরিত্র, যাকে ছাড়া জার্মান বাংলা ডট কমের অস্তিত্ব অকল্পনীয়, আমদের সবার প্রিয় দিলশাদ শারমিন ভূঁইয়া। (Dilshad Sharmin Bhuiya) সেই সাথে উপস্থিত ছিল আমাদের পুরো জার্মান বাংলা ডট কম এর গর্বিত টিম।