ইতালির এক মুসলিম নারী আইনজীবীকে স্কার্ফ পরার কারণে আদালত থেকে বের করে দেয়া হয়েছে। আসমা বিলফিকির নামের ওই আইনজীবী স্কার্ফ পরে শুনানিতে গেলে বিচারক তাকে বের করে দেন। গত বুধবারের এ ঘটনায় ইতালির মুসলিম কমিউনিটির নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
আইনজীবী আসমাকে ওই আদালতের জজ নির্দেশে দেন, আদালতের কাজে অংশ নিতে চাইলে তিনি যেন হিজাব ও মাথায় রুমাল ব্যবহার না করেন।
আসমা মরক্কোর বংশোদ্ভূত। তিনি হিজাব মেনে চলাকেই প্রাধান্য দেন। বিচারপতির এই নির্দেশকে ইসলামবিদ্বেষী ও অপেশাদারসুলভ বলে প্রতিবাদ জানান তিনি।
প্রসঙ্গত, ওই আদালতের সামনে একটি নোটিশে লেখা আছে, কোনো ব্যক্তি আদালতের শুনানিতে অংশ নিতে চাইলে অস্ত্র বহন ও মাথা ঢেকে রাখা পোশাক পরতে পারবেন না।
এদিকে, স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা আদালতের এ ঘোষণার নিন্দা জানিয়েছেন।
তথ্যসূত্র: আনসাডটআইটি