ফের আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিল রাশিয়া। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে কোন ধরনের হস্তক্ষেপ করেনি রাশিয়া। আজ সোমবার এক খবরে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
গত সপ্তাহে সিঙ্গাপুরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে এসব কথা বলেন।এছাড়া ওইসময় সম্ভাব্য ট্রাম্প-পুতিনের বৈঠকের ব্যাপারে কথা হয়।
পুতিন-ট্রাম্পের বৈঠকের বিষয়বস্তু কি হতে পারে সেটিও আলোচনা হয় বলে জানানো হয়। এসময় পুতিন মাইককে জানায়, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া কোন ধরনের হস্তক্ষেপ করেনি।
চলতি বছরের নভেম্বরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আলোচনায় বসার সম্ভাবনা আছে।