জার্মানিতে স্কুল পালানোকে বড় অপরাধ হিসেবে দেখা হয় এবং ছয় থেকে ১৬ বছর বয়সি সন্তানদের মা-বাবাকে সন্তানকে স্কুলে না পাঠানোর জন্য দায়ী করা যেতে পারে৷
এমনি এক দৃষ্টান্ত মূলক ঘটনা ঘটেছে বাভেরিয়া রাজ্যের এক বিমানবন্দরে। স্কুলে খোলা থাকা কালিন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে সন্তানকে ছুটি কাটাতে নিয়ে যাওয়ার অভিযোগে ১০ শিক্ষার্থীর বাবা-মা-কে জরিমানা করেছে পুলিশ৷
ডেয়ার স্পিগেল ম্যাগাজিন জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে স্কুল ছুটি শুরু হওয়ার আগের সপ্তাহে ছয় জন পুলিশ বাভেরিয়া রাজ্যের মেমিঙ্গেন বিমানবন্দরে উপস্থিত শিশুদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে৷
শিক্ষার্থীর ছুটির অনুমতি আছে কিনা, জানতে চেয়েছে৷ এভাবে পুলিশ ১০টি পরিবার পেয়েছে, যারা স্কুল থেকে অনুমতি নেয়নি৷ এই অভিযোগে পুলিশ তাঁদের জরিমানা করেছে৷