আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় তৃতীয় চুয়েট
আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় তৃতীয় চুয়েট

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘মাইনসুইপারস : টুওয়ার্ডস ল্যান্ডমাইন-ফ্রি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশন-২০১৭’ শীর্ষক রোবট প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘মঙ্গল অভিযাত্রিক-৭১’। প্রতিযোগিতায় ১৭টি দেশের ১৯টি দল অংশ নেয়।

দলের সদস্যরা হলেন মাইনুল হাসান, আমানুল রিয়াদ, জাবের আল হাসান, অঞ্জন হালদার, শিমন মেহজাবীন, জাহিদুস সেলিম, ইকরামুল হাসান, সাদমান সারার, তিহাস ফায়াজ ও ইমামুল আলম।

মঙ্গলবার চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজয়ী দলের সদস্যরা। উপস্থিত ছিলেন দলটির সুপারভাইজর ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন প্রমুখ।