যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সকাল সাড়ে ১১ টায় কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ২৬২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।
আজ সেমিতে পাকিস্তানকে হারাতে পারলে আগামী ১৯ নভেম্বর কিনরারা একাডেমি ওভাল মাঠে শিরোপার জন্য মাঠে নামবে বাংলাদেশ।
আগামী ১৭ নভেম্বর সেমিতে আফগানদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স-আপ নেপাল।