আজকের এই রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায়: জার্মান বিএনপি

0
568
আজকের এই রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায়: জার্মান বিএনপি
আজকের এই রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায়: জার্মান বিএনপি

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় প্রকাশের সাথে সাথে জার্মান বিএনপির তাৎক্ষনিক প্রতিক্রিয়া স্বরূপ এই মিথ্যা রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে।

জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের ফেইছবুক পাতা থেকে সংগৃহীত ভিডিওটি নিম্নে দেওয়া হল :

জার্মান বিএনপির সভাপতি দেওয়ান সফিকুল ইসলাম বলেছেন, এই রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায়। এই রায় একদলীয় শাসনকে দীর্ঘায়িত করার জন্য দেওয়া হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার পর তাতক্ষনিক ভাবে জার্মান বিএনপি নেতৃবৃন্দ এক প্রতিবাদ সভায় মিলিত হন । জার্মান বিএনপির নেতৃবৃন্দ এবং সকল সদস্যরা এই রায়কে ধিক্কার ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

Masud Reza
Masud Reza

সাধারন সম্পাদক মাসুদ রেজা ( জার্মান বিএনপি ) অভিযোগ করেন, খালেদা জিয়াকে ভয়ংকরভাবে পর্যুদস্ত করতে এই সরকার এবং এই সরকারের মুরব্বিরা পরিকল্পনা করে আসছেন। কেননা খালেদা থাকলে সার্বভৌমত্ব ও গণতন্ত্র থাকবে। তিনি বলেন, একজন ব্যক্তিকে খুশি করতে এ রায় দেওয়া হয়েছে।

সভাপতি দেওয়ান সফিকুল ইসলাম দলের নেতা–কর্মী সহ সকল দেশবাসিকে শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান। তিনি বলেন আমাদের সকলকে মিলে এই সরকারকে প্রতিহত করতে হবে ।