আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

0
451
আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শুরু হতে যাচ্ছে ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শুরু হতে যাচ্ছে ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরইমধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংস্থা রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ (২৬ নভেম্বর) ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে মোট ১২ জন জুরির নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়।

উৎসবে জুরি হিসেবে বিদেশি চলচ্চিত্রকারদের সঙ্গে আছেন দেশের  দু’জন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব। এরা হলেন- জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং নির্মাতা রুবাইয়াত হোসেন।

উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরি হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন এবং উইমেন্স ফিল্ম সেকশনের জুরি বোর্ডে আছেন রুবাইয়াত হোসেন।

এবারের উৎসবে মোট ৬০ দেশের দুই শতাধিক চলচ্চিত্র মোট ৮টি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে। প্রতিযোগিতা বিভাগগুলো হলো রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশন।

মোট ৫টি ভ্যেনুতে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী এই উৎসব চলবে।