অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকরা জনপ্রতিনিধি হতে পারেন না। কিন্তু খোদ অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস দ্বৈত নাগরিক হিসেবে ধরা পড়েছেন। আর এ বিষয়টি ধরা পড়ার পর তার রাজনৈতিক ক্যারিয়ার অনিশ্চিত হয়ে পড়েছে।
সম্প্রতি নিউজিল্যান্ড সরকার নিশ্চিত করেছে যে, অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস দ্বৈত নাগরিক।
জয়েসের পূর্বপুরুষ নিউজিল্যানন্ডের নাগরিক। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিকের সন্তান হলে সেই সন্তানও দেশটির নাগরিক হন। ফলে নিউজিল্যান্ডে তার নাগরিকত্ব থাকবে। জয়েসও এর আগে জানিয়েছিলেন, বংশানুক্রমে তার নিউজিল্যান্ডের নাগরিকত্ব থেকে থাকতে পারে। তবে এই প্রসঙ্গটি নিয়ে তিনি উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছিলেন।
রাজনৈতিকভাবে জয়েসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আদালত জয়েসকে তার পদের জন্য অনুপযুক্ত ঘোষণা করলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সরকার ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।
তবে আদালতের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন।
জয়েসের বাবার জন্ম নিউজিল্যান্ডে। তারপর ১৯৪৭ সালে তিনি অস্ট্রেলিয়া চলে আসেন। ১৯৬৭ সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জয়েসের জন্ম হয়।
সূত্র : এমিরেটস ২৪৭.কম