স্পেনে দুই দফা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
স্পেনে দুই দফা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

স্পেনের বার্সেলোনা ও ক্যামব্রিলস শহরে ভিড়ের ওপর গাড়ি তুলে দেওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। কাতালান জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে আহত আরও এক নারী মারা গেছেন।

দ্বিতীয় হামলাটি ঘটে বার্সেলোনা থেকে ৭৫ মাইল দূরের ক্যামব্রিলস শহরে পুলিশ গুলি করে ৫ সন্ত্রাসীকে হত্যা করেছে। সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়ি নিয়ে লোকজনকে চাপা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে গাড়ি উল্টে গেলে পুলিশ তাদের গুলি করে হত্যা করে।

বৃহস্পতিবার স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার লা রামব্লায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ক্যামব্রিলস শহরে একই ধরনের ওই হামলার চেষ্টা চলে। পুলিশের ধারণা, প্রথম হামলাটির সঙ্গে পরবর্তী হামলা চেষ্টার সম্পর্ক আছে।

লা রামব্লাতে ভ্যান হামলাকারীর খোঁজ চলছে। স্প্যানিশ গণমাধ্যম সন্দেহভাজন হামলাকারীর নাম মুসা অওবাকির (১৮) বলে জানিয়েছে। সে ড্রিস অওবাকিরের ভাই। যার নামে হামলা চালানোর জন্য ভ্যানটি ভাড়া করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ভ্যানটি চালানোর ধরনে এটা মনে হচ্ছিল যে, ইচ্ছাকৃতভাবে মানুষ মারার উদ্দেশ্যেই সেটা চলছে।