সৌদি আরবে প্রায় ৫ লাখ প্রবাসী দেশটির চাকরী ছেড়েছে

0
264

সৌদি আরবে প্রায় ৫ লাখ প্রবাসী দেশটির শ্রমবাজার ত্যাগ করেছে বা চাকরী ছেড়েছে। ২০১৭ সালের শেষ তিন মাসে এই ঘটনা ঘটেছে। আর প্রবাসীদের জন্য দেশটির শ্রমবাজারও ধীরে-ধীরে সংকুচিত হচ্ছে।

দেশটির জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিক্স (জিএস্ট্যাট) নামের সংস্থা এ তথ্য জানিয়েছে।

জিএস্ট্যাট বলছে, ওই সময়ে সৌদি আরবে প্রায় ৪ লাখ ৬৬ হাজার প্রবাসী চাকরী ছেড়েছে, অন্যদিকে একইসময়ে ১ লাখ সৌদি নারী-পুরুষ দেশটির শ্রমবাজারে প্রবেশ করেছে।

এদিকে, শ্রমবাজার সংশ্লিষ্ট একটি বুলেটিনের তথ্যানুযায়ী, ২০১৬ সালে সৌদি আরবে প্রবাসী শ্রমিক ছিলেন ১ কোটি ৮৮ লাখ যা ২০১৭ সালের শেষ তিন মাসে কমে দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ।

কর্তৃপক্ষ বলছে, ওই সময়ে সৌদি আরবে চাকরী সন্ধানী ৫৩ দশমিক ৩ শতাংশ নারী-পুরুষই ছিল বিশ্ববিদ্যালয়ের স্নাতক।

বুলেটিনটি বলছে, সৌদি আরবে ১ কোটি ৪১ লাখ প্রবাসী কর্মরত রয়েছেন যা দেশটির শ্রমবাজারের ৭৬ দশমিক ৭ শতাংশের প্রতিনিধিত্ব করছে। অন্যদিকে এই শ্রমবাজারে সৌদি নাগরিক আছেন ৩০ লাখ ১৬ হাজার যা ২৩ দশমিক ৩ শতাংশের প্রতিনিধিত্ব করছে।

সূত্র: সৌদি গেজেট