দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস ২৯৮/১, ৯০ ওভার
খুব সকালে টসভাগ্য বাংলাদেশের পক্ষেই মুখ তুলেছিল। পচেফস্ট্রমের নির্জলা ব্যাটিং উইকেটে আগে ব্যাট করার সুযোগটা দক্ষিণ আফ্রিকাকে উপহার দিলেন মুশফিকুর রহিম। দিন শেষে সেই সিদ্ধান্তের কারণে রানের চাপে পিষ্ট হওয়ার পথে বাংলাদেশ। ব্যাটিং বান্ধব উইকেটে প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়তে যাচ্ছে স্বাগতিকরা।
গতকাল প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ এক উইকেটে ২৯৮ রান। ডিন এলগার ১২৮ ও হাশিম আমলা ৬৮ রানে অপরাজিত রয়েছেন।
উইকেটে ছিল না কোনো মুভমেন্ট, পেসারদের জন্য সহযোগিতা। ব্যাটিং সহায়ক উইকেটে দিনভর বল হাতে সংগ্রাম করেছেন বাংলাদেশের বোলাররা। উইকেটের দেখা পাননি কেউই। দক্ষিণ আফ্রিকার আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান এইডেন মার্করাম রানআউট হয়েছিলেন। তাই দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম দিনে উইকেটশূন্য থাকলো বাংলাদেশ।
এমন উইকেটে বোলিংয়ের ‘বিস্ময়কর’ সিদ্ধান্ত নিয়ে দিনটা শুরু করেছিল বাংলাদেশ। একাদশে তিন পেসার খেলানোই হয়তো বোলিং করার পেছনে মূল রসদ ছিল। কিন্তু ম্যাচের বয়স ত্রিশ মিনিট পার না হতেই নিজের সিদ্ধান্তের স্ববিরোধী পথে হাঁটলেন মুশফিক। দিনের ষষ্ঠ ওভারেই অফস্পিনার মেহেদী হাসান মিরাজের হাতে বল তুলে দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
দিন শেষে মিরাজ একাই বোলিং করেছেন ৩৬ ওভার। তিন পেসার মিলে ৪৬ ওভার। উইকেটের জন্য প্রানান্ত চেষ্টায় অধিনায়ক মুশফিক ব্যবহার করেছেন পার্ট টাইম স্পিনার মাহমুদউল্লাহ, মুমিনুল, সাব্বিরকেও। যদিও সফলতা মিলেনি।
ইনিংসের ২৪তম ওভারে এলগার হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরই রানআউটের সুযোগ এসেছিল। কভারে মাহমুদউল্লাহ ঠিকমত বল ধরতে না পারায় বেঁচে যান মার্করাম। বিনা উইকেটে ৯৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।
লাঞ্চের পর তৃতীয় ওভারে অভিষেকেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মার্করাম। রান প্রসবা উইকেটে শফিউল-মিরাজদের যত্ কিঞ্চিত চেষ্টা মাড়িয়ে দুই ওপেনার এগিয়ে নেন স্বাগতিকদের। ১৮ ইনিংস পর দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে শতরানের জুটি গড়েন তারা। ৫২তম ওভারে মুমিনুলের বলে এলগারের বিরুদ্ধে রিভিউ নিয়ে ব্যর্থ হন মুশফিক। দুই ওভার পরই কিছুটা স্বস্তির উপলক্ষ পায় বাংলাদেশ।