বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও মসৃণ দেখতে চায় চীন।

বুধবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু। এ সময় মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ভূমিকাকে ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা প্রশংসার দাবিদার। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন ও রাখাইন রাজ্যের টেকসই উন্নয়নে চীন সহযোগিতা দেবে বলেও জানান জাং জু।