ফেইসবুকে বন্ধুদের মতামত জানার সুযোগ দেবে ‘পোলিং’
ফেইসবুকে বন্ধুদের মতামত জানার সুযোগ দেবে ‘পোলিং’

নির্দিষ্ট কোনো বিষয়ে ফেইসবুক বন্ধুরা কী ভাবছে, তা জানতে সরাসরি ভোটগ্রহণ করতে ‘পোলিং’ ফিচার চালু করেছে ফেইসবুক। ফিচারটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা আগে থেকেই নির্দিষ্ট বিষয়ে ভোটের আয়োজন করতে পারবেন।

এ জন্য ভোটের বিষয়ভিত্তিক প্রশ্ন লিখে পোস্ট করলেই নিজেদের মতামত জানাতে পারবেন বন্ধুরা। চাইলে প্রশ্নের পাশাপাশি আলাদা দুটি ছবি পাশাপাশি রেখেও ভোট সংগ্রহ করা যাবে। অর্থাৎ ঢাকা না চট্টগ্রাম কোন শহর ভালো? ভোট নেওয়ার সময় দুটি শহরের ছবি পাশাপাশি রাখলেই অন্য ব্যক্তিরা সরাসরি ছবিতে ক্লিক করে নিজেদের মতামত জানাতে পারবেন। ফেইসবুকে থাকা বন্ধুদের পাশাপাশি ফলোয়াররাও এ ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্দিষ্ট সময় শেষে বন্ধুরা কে কোথায় ভোট দিয়েছেন তাও জানা যাবে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল