Home আজকের গরম খবর প্রধানমন্ত্রীকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

প্রধানমন্ত্রীকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

0
প্রধানমন্ত্রীকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দেয়া টেলিফোনে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।