নারায়ণগঞ্জ এসোসিয়েশন জার্মানী এর উদ্যোগে মানহাইম শহরে বাঙালিদের মনোমুগ্ধকর ঈদ মেলা ২০১৯ অনুষ্ঠিত

0
1846
জার্মানীর মানহাইম শহরে বাঙালিদের মনোমুগ্ধকর ঈদ মেলা ২০১৯ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ এসোসিয়েশন জার্মানীর  উদ্যোগে গত ৩১শে আগস্ট জার্মানীর মানহাইম শহরে উদযাপিত হয়ে গেল প্রবাসী বাঙালিদের এক মনোমুগ্ধকর ঈদ মিলন মেলা। অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জ এসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান হাবিব সরকার এবং এসোসিয়েশন-এর সভাপতি নুরুদ্দিন মিঠু ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পুনম, স্মিতা, ঝর্না ও দেলোয়ার হোসেন ঝন্টু। ঈদ পোশাকে ছোট ছোট বাচ্চাদের সরব উপস্থিতিতে মেলার আকর্ষণ ছিল দেখার মতো।

ঈদ মিলন মেলায় দর্শক শ্রেুাতাকে আনন্দ-উল্লাসে মাতিয়ে রাখতে নাচ, গান ও রম্যনাটকের আয়োজন করা হয়।মেলার দশর্নাথীদের মাতিয়ে রাখেন তানিশা, রাজিন, খুশি, আয়শা, লুকা, জয়, ছোহান, রয়, হাসনাত, হারুন, এনামুল, শিরিন, জালাল,রিয়েল আনোয়ার, কাইফ, স্মিতা,মোতালেব, নীলা,সোহরাব, প্রিয়োসি, রাতুল, সিমু, খালেক, সমপা,ঝন্টুু জুটির আনন্দিক সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া বিভিন্ন গান গেয়ে মেলায় আগত শ্রেুাতাদের মাতিয়ে রাখেন শিল্পী খুশী ও জালাল।

শত কাজের ব্যস্ততা এবং অডিটোরিয়ামের ৪০ ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করেও জার্মানির মানহাইমে বাঙালিদের ঈদ আনন্দ উদযাপনে কোন কমতি ছিল না। সারাদিন ব্যাপী মুখরোচক খাবার দিয়ে ভুঁড়িভোজ, গল্প আর আড্ডায় মুখরিত ছিল ঈদ মেলার প্রাঙ্গণ। মেলার বাড়তি আকর্ষণ ছিল স্থানীয় বেশকিছু জার্মান পরিবারের উপস্থিতি।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিব সরকার, বজলুল হক , নাসির উদ্দিন ভুইয়া, বাবু আলম , জিয়া আহসান, রাজু , আলমগির ও ঝন্টু এবং নারায়ণগঞ্জ এসোসিয়েশন-এর সকল সদস্যবৃন্দ। নারায়ণগঞ্জ এসোসিয়েশন উদ্যোগে প্রবাসী বাঙালিদের নিয়ে ঈদ পরবর্তী মিলন মেলা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পেরে সকল দর্শক-শ্রেুাতা ও শিল্পীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি।