গতকাল ২৮ই এপ্রিল ফ্রাঙ্কফুর্টে আয়োজিত হয়ে গেল বৈশাখী প্রবাসী বাঙ্গালি মিলন মেলা দেশ বাংলা স্কুল এর সৌজন্যে। দেশ বাংলা স্কুল বহুবছর ধরেই নতুন প্রজন্মকে বাংলা শিখতে সহযোগিতা করে আসছে। প্রতি সপ্তাহের ছুটির দিনেই বসে এই বাংলা শিখার আসর । এ যেন এক বাঙ্গালি কচিকাঁচার মেলা।

দেশ বাংলা স্কুল প্রতি বছর আয়োজন করে জার্মানির সর্ববৃহৎ বৈশাখী মেলার তাই প্রতি বছরের মত এইবার ও সমাগমের সাথে আয়োজন করে বৈশাখী মেলার । প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালী সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে বলে জার্মান বাংলাকে মন্তব্য করেন এই আয়োজনের মূল আয়োজক মিঠু কবির ।

বৈশাখী মেলার বিভিন্ন আকর্ষণ হিসেবে বাহারি বাঙ্গালি খাবারের ছিল ভরপুর আয়োজন । আয়োজন করা হয় লটারি রেফেল ড্রয়ের। প্রথম পুরুস্কার হিসেবে ছিল ফ্রাঙ্কফুর্ট- ঢাকা ঢাকা- ফ্রাঙ্কফুর্ট বিমান টিকেট। দ্বিতীয় এবং তৃতীয় পুরুস্কার হিসেবে ছিল CLS-Computer এর সৌজন্যে laptop এবং সোনার চেইন।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী CLS Computer এর কর্ণধার দেওয়ান শফিকুল ইসলাম ।  তাদের  শুভেচ্ছা বক্ত্যবের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উপস্থিত বক্তারা দেশ বাংলা স্কুলকে সাধুবাদ জানান এমন সুন্দর একটি আয়োজনের জন্য।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন আমাদের সবার প্রিয় পার্থ বড়ুয়া এবং তার ব্যান্ড সোলস।

উৎসবের আরও একটি আকর্ষণ ছিল নতুন প্রজন্মের মন মাতানো সংগীত শিল্পী লিজা।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের এ আয়োজনে উৎসাহ দিতে যোগ দেন জার্মানে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সুদূর প্রবাসে থেকেও নতুন প্রজন্ম বাংলাদেশ তথা বাঙালির ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে বলে আশা প্রকাশ করেন জার্মান বাংলার সাথে উপস্থিত দর্শকরা।

নিম্নে জার্মান বাংলার ক্যামেরায় ধারন করা অনুষ্ঠানের ভিডিও প্রকাশিত হল –

জার্মান বাংলায় যেকোন খবর পাঠানোর জন্যে ইমেইল করুন : [email protected]

আমাদের সাথে থাকার জন্যে আপনাদের আন্তরিক ধন্যবাদ ।