Home আজকের গরম খবর দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে-কামাল হোসেন

দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে-কামাল হোসেন

0
370
দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে-কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সময়স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না। দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার সকালে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে কামাল হোসেন সাংবাদিকদের কাছে মনোনয়নের বিষয়ে কথা বলেন।

ড. কামাল বলেন, ‘এটা জোটগতভাবে হচ্ছে না। আলাদা আলাদা হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে।’ তিনি আরও বলেন, সময়স্বল্পতার জন্য এখন দলীয়ভাবে হচ্ছে। তবে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে।

নির্বাচন কমিশন ছয়টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আর ইভিএম নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে। এ ব্যাপার ঐক্যফ্রন্ট মেনে নিচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘না মেনে নিলে কী করা যাবে? সংসদ নির্বাচন তো এ কারণে আমরা বাদ দেব না।’ ইভিএম নিয়ে তাঁদের প্রতিবাদ থাকবে বলেও তিনি জানান।