মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলার সুযোগ নেই। এ থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সামরিক মহড়া ফের হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। এর একদিন আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ফের সামরিক মহড়া চালানোর ইঙ্গিত দিয়েছিলেন। খবর রয়টার্সের
বুধবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে স্বাগত জানিয়ে ফের তিনি আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য চীনকে দায়ী করেন।
তিনি বলেন, চীন উত্তর কোরিয়ার ওপর দারুণ চাপ প্রয়োগ করছে। কারণ উত্তর কোরিয়া চীন থেকে জ্বালানি, সার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমদানি করে। চীনের এই আচরণ সহযোগিতামূলক নয় বলে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প কিমের ব্যক্তিত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া চালিয়ে অর্থ অপচয়ের কোনো কারণ নেই।