জার্মানিতে ব্যাচেলরে পড়ার যোগ্যতা !!!!

0
2114
জার্মানিতে ব্যাচেলরে পড়ার যোগ্যতা !!!!

জার্মানিতে ব্যাচেলরে পড়ার যোগ্যতা :

খবরটি একেবারে নতুন না হলে অনেক পুরোনোও না। সাধারণত বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য জার্মানিতে ব্যাচেলর করতে আসার ২টি উপায় ছিল এক স্টুডেন্টকলিগ করা আথবা দেশে ২ বছরের জন্য ব্যাচেলর ডিগ্রী শেষ করা। দুটি করতেই অনেক সময়, টাকা এবং ঝামেলা পোহাতে হত। অনেকেই হয়ত জানেন তবে এই লিখেটি হচ্ছে যারা এখনো জানেন না তাদের জন্যে । ডাড এবং আনাবিন সাইটের তথ্য অনুসারে, এখন থেকে বাংলাদেশী ছাত্রছাত্রীদেরকে জার্মানিতে সরাসরি ব্যাচেলর করার জন্য শুধুমাত্র দেশে ১ বছর বা ২ সেমিস্টার পড়াশোনা করলেই যথেষ্ট। বলাই যায়, এতে করে ব্যাচেলরে সরাসরি পড়তে আসাটা অনেক সহজ হয়ে গেল। সৃষ্টি হলো বাংলাদেশীদের দেশের বাহিরে ব্যাচেলর করার বিশাল সুজোগ।

যেই বিষয় গুলো মাথায় রাখা প্রয়োজন :

*এইচ এস সি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট অথবা সমমানের সার্টিফিকেট, ফলাফলে সর্বোচ্চ গ্রেডের ৫০% নম্বরের বেশি পেতে হবে।

*বাংলাদেশে এইচএসসির পরে ১ বছর বা ২ সেমিস্টার যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে পড়া শেষ করা থাকলে সরাসরি এডমিশন পাওয়া যাবে।

এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমাদের অফিসিয়াল পেইজে : www.facebook.com/germanbanglanews

আমাদের একটিই মাত্র ওয়েব সাইট : www.dilshadsharminb12.sg-host.com