আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেয়া বহুল আলোচিত নেতা গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রনির অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ল।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রোববার বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।
হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী।
হলফনামায় স্বাক্ষর না থাকায় গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
একই আসনে বিএনপির অপর প্রার্থী মো. শাহজাহান খানের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে ঋণখেলাপির অভিযোগে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।
বিএনপির দুজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এই আসনে একক প্রার্থী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন।
গলাচিপা ও দশমিনা নিয়ে পটুয়াখালী-৩ আসন। এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন গোলাম মাওলা। মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন। বিএনপি তাকে মনোনয়নও দেয়। এই আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।