Home আজকের গরম খবর কারওয়ানবাজারগামী সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’।

কারওয়ানবাজারগামী সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’।

0
কারওয়ানবাজারগামী সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’।
নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’।

সাতরাস্তা থেকে কারওয়ানবাজারগামী সড়ক রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ানবাজার সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’।

রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ডিএনসিসির ২১তম বোর্ডসভায় তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ানবাজার সড়কের নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’, বারিধারা পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক’ নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।