এবছর জার্মানীতে হচ্ছে না অক্টবর ফেস্ট

0
1096
oktoberfest in Germany-German Bangla

করোনা ভাইরাসের ঝুঁকির মাঝে এবছর অক্টবরফেস্ট / জার্মানীর বিয়ার উৎসব বাতিল হয়েছে বলে মন্তব্য করেছেন মঙ্গলবার বাভেরিয়ান প্রধানমন্ত্রী মার্কুস সোডার। এই ভাইরাসের টিকা এখনো হাতে আসেনি এই অনিশ্চয়তার মাঝে বাৎসরিক এই উৎসব পালন করা বিপদজ্জনক।

তিনি আরো বলেন, “মাস্ক এবং সামাজিক দুরুত্ব কোনো কিছু দিয়েই উৎসব ঝুঁকি মুক্ত করা সম্ভব নয় “।

আর এমনিতেও জার্মানীতে করোনাভাইরাসের প্রসারণকে কমিয়ে আনার ব্যবস্থার অংশ হিসাবে ৩১শে আগস্ট পর্যন্ত সব বড় ইভেন্টগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।

১৮১০ সাল থেকে এই উৎসব প্রতিবছর ১৯শে সেপ্টেম্বর থেকে ৪ই অক্টবর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে আসছিল।
প্রতি বছর মিউনিখে এই ইভেন্টে মোট ছয় মিলিয়ন দর্শনার্থী উপস্থিত হন, যা উইনসন নামেও পরিচিত।

বাভেরিয়ান রাজ্যের রাজধানীর অর্থনৈতিক বিভাগ অনুযায়ী, ২০১৮ সালে অক্টবরফেস্টে স্থানীয় অর্থনীতি 1.2 মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিল।

সর্বশেষ আপডেট অনুসারে সিএসইউর সোডার এবং সোশ্যাল ডেমোক্র্যাটস-এর মিউনিখের মেয়র ডিয়েটার রিটার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন যে, “এই বছর এই ইভেন্টটি বাতিল করা হয়েছে”।

সোডার বলেন “আমরা বাভারিয়াকে সুরক্ষিত রাখতে চাই,”।