Home আজকের গরম খবর অং সান সু চির বাড়ির আঙিনায় পেট্রলবোমা হামলা

অং সান সু চির বাড়ির আঙিনায় পেট্রলবোমা হামলা

0
অং সান সু চির বাড়ির আঙিনায় পেট্রলবোমা হামলা

মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির বাড়ির আঙিনায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।তবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা জানান যায়নি।

বৃহস্পতিবার সকালে ইয়াঙ্গুনে সু চির বাড়ির আঙিনায় বোমাটি নিক্ষেপ করা হয়। এ ঘটনার সময় সু চি বাসায় ছিলেন না। তিনি রাজধানী নেপিদোতে অবস্থান করছিলেন। আর বোমা হামলার ঘটনায় কেউ আহতও হননি।

সু চির দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপ করা হলে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে কারা এ বোমা হামলা করেছে সে সম্পর্কে কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা।

রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবাসন নিয়ে টানাপড়েন আর আন্তর্জাতিক চাপের মধ্যেই সু চির বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটল।

গত বছর ২৫ আগস্ট সেনাবাহিনীর ওপর হামলা চালায় আরসা বিদ্রোহীরা। এর পর রাখাইনে অভিযান শুরু করে সেনাবাহিনী। এতে বহু মানুষ নিহত হন। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছে বহু নারী ও শিশু।