যশোর শিক্ষা বোর্ডের ৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথম রাতে এসএসসি পরীক্ষা হবে। কুষ্টিয়ার কুমারখালী কেন্দ্রের একজন শিক্ষার্থীর আবেদনে বোর্ড এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। আবেদনকারী রিকি হালদারের ধর্মীয় বিধানের বিষয়টি আমলে নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র গতকাল বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন।

রিকি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের পরীক্ষার্থী। সে খ্রিস্ট ধর্মের ‘সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট’ সম্প্রদায়ের অনুসারী। এই সম্প্রদায়ে শনিবারে কর্মবিরতি পালনের রীতি রয়েছে। শনিবারের পরীক্ষার দিনগুলোতে সেভেন্থ ডে অনুসারীদের সকালেই কেন্দ্রে গিয়ে অবস্থান করতে হবে এবং সন্ধ্যার পর পরীক্ষা নেওয়া হবে। এ হিসাবে তাদের ২ ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেওয়া হবে।

যশোর বোর্ড সূত্রে জানা গেছে, সেভেন্থ ডে অনুসারী পরীক্ষার্থীদের জন্য কিছু শর্তও আরোপ হয়েছে। এর মধ্যে অন্যতম হলো পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর অপেক্ষা করতে হবে বোর্ড নির্ধারিত সময় পর্যন্ত। এ সময়ের মধ্যে কোনোভাবেই পরীক্ষা কক্ষের বাইরে বের হওয়া যাবে না এবং কারো সঙ্গে যোগাযোগ করা যাবে না।

এ বিষয়ে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘রাতে ওই পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রসচিব, হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পরিদর্শক, পুলিশসহ দায়িত্বশীল সকলকেই দায়িত্ব পালন করতে হবে।’

এদিকে রাজশাহী বোর্ড গত ১৬ জানুয়ারি অনুরূপ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট’ সম্প্রদায়ের যেই পরীক্ষার্থীরা রয়েছে তাদের শনিবারের পরীক্ষাগুলো রাতে নেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের সকাল থেকেই কেন্দ্রে হাজির থাকতে হবে।