বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ২০ দলীয় জোট (সম্প্রসারিত ২৩ দল)।প্রায় এক দশক ধরে বিএনপির ছায়াসঙ্গী জোটের শরিক দলগুলো।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে ২০ দল। তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নের চিঠি তাদের দেয়া হয়েছে।
২০ দলের শরিক দলগুলোকে ৪০ থেকে ৪২ টি আসন দিচ্ছে বিএনপি। এদের মধ্যে সবচেয়ে বেশি আসন পাচ্ছে জামায়াতে ইসলামী। দলটিকে ২৪ থেকে ২৫ টি আসনে ছাড় দিয়েছে বিএনপি।
দ্বিতীয় সর্বোচ্চ আসন পাচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। দলটিকে ৪ টি আসন দিচ্ছে বিএনপি।
বাকী দলগুলো পাবে বাকি আসন।তবে আসন নিয়ে চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি। আজ মনোনয়নের টিকিট পাওয়া সবাই মনোনয়ন দাখিল করবেন। ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহরের শেষ দিনে একজন প্রার্থী থেকে বাকি সবাই মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
মঙ্গলবার রাতে বিএনপির কাছ থেকে ধানের শীষের মনোনয়ন ফরম নিয়েছে ২০ দলের শরিক দলগুলো।