নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের। সে সম্পর্কে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সিইসি কিছুটা পরিষ্কার তথ্য জানালেন। সশস্ত্র বাহিনীর এ ছোট টিমটি পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানান সিইসি।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে সিইসি বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে সশস্ত্র বাহিনীর একটি ছোট টিম আপনাদের সঙ্গে দেখা করবে। ১৫ ডিসেম্বর থেকে প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট টিম থাকবে, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।